শনিবার ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর এবার নেগেভ অঞ্চলের নাওয়াতিম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী।
রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইয়েমেনি বাহিনী ইসরাইলের আরও একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইয়াহিয়া সারির ভাষায়, ‘ইয়েমেনি বাহিনী সম্প্রতি নেগেভ অঞ্চলের নাওয়াতিম বিমানবাহিনী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলের এই ঘাঁটিটি দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের অংশে অবস্থিত’।
‘নেগেভ অঞ্চলে এই অপারেশনটি ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে পরিচালিত হয়েছে’, যোগ করেন ইয়েমেনি মুখপাত্র।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সামরিক সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনি বাহিনীর সমর্থন অব্যাহত থাকবে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ তুলে নেওয়া না হওয়া পর্যন্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিজান চলবে’।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে।
তাদের এসব হামলার ফলে ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে।
ইয়েমেনি বাহিনী কেবল ইসরাইলি সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে না। তারা ইসরাইলি আগ্রাসনে সমর্থনকারী মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে।