যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম।
এ ঘটনায় শোক জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। খবর দিয়েছে এনবিসি নিউজ।
স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) ম্যানহাটনের ব্যস্ত একটি এলাকায় এ হামলা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন সাধারণ মানুষ, এক পুলিশ কর্মকর্তা এবং হামলাকারী নিজেও রয়েছেন। ৩৬ বছর বয়সী অফিসার দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত ছিলেন। তার স্ত্রী গর্ভবতী এবং তাদের আরও দুই সন্তান রয়েছে।
মেয়র অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, “অফিসার ইসলাম ছিলেন কর্তব্যনিষ্ঠ। তিনি নাগরিকদের নিরাপত্তা দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।”
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিসচ জানান, সন্দেহভাজন হামলাকারী শন তামুরা ঘটনাস্থলেই নিহত হন। তার গাড়ি থেকে এম-৪ রাইফেল, রিভলবার এবং গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তার ড্রাইভিং লাইসেন্স নেভাদা রাজ্যের।
এ হামলার পরপরই নিউইয়র্ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল ছিল ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ৫১তম স্ট্রিটের সংযোগস্থলে, যেখানে একটি বহুতল ভবনে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সন্দেহ করা হচ্ছে, হামলার পর আত্মহত্যা করেছেন বন্দুকধারী। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং তদন্ত চলছে।
পুলিশ কমিশনার সামাজিক মাধ্যমে বলেন, “অফিসার ইসলাম ছিলেন এক সৎ ও সাহসী পুলিশ সদস্য। তার অবদান আমরা কখনো ভুলব না।”