মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।”
তবে এখনও পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে এ চুক্তির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি বলেছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, “যদি সব পক্ষ ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে সেটি কার্যকর থাকবে।” তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা কোনো জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল একটি ১২ ঘণ্টার পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এর ধারাবাহিকতায় যুদ্ধের অবসান ঘটানো হবে।
তবে এই ঘোষণার মধ্যেই মঙ্গলবার সকালে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনও উত্তপ্ত, অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।
এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।