ইরানে ইসরায়েলের হামলার পর তেহরানের পক্ষ থেকে কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি এসেছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক বিবৃতিতে তেলআবিবকে এক "ভয়ংকর পাল্টা জবাবের" জন্য প্রস্তুত থাকতে বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
খামেনি তার বিবৃতিতে ইসরায়েলের কার্যকলাপকে "নোংরা ও রক্তাক্ত হাত" দ্বারা পরিচালিত বলে আখ্যায়িত করেছেন। তিনি ইসরায়েলের আবাসিক এলাকায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে, এটি তাদের "শয়তানি প্রকৃতির" চূড়ান্ত প্রকাশ।
খামেনি জোর দিয়ে বলেছেন, "তাদের এর শাস্তি পেতেই হবে। আর সেই শাস্তি হবে কঠোর। ইসলামি প্রজাতন্ত্রের বলিষ্ঠ বাহু কখনোই জায়নবাদীদের ছেড়ে দেবে না।" তিনি আরও উল্লেখ করেন যে, শত্রুদের হামলায় তাদের বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন এবং তাদের উত্তরসূরিরা দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন।
ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, "ইরানে হামলা চালিয়ে জায়নবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও বেদনাদায়ক পরিণতি নির্ধারণ করে নিয়েছে। নিঃসন্দেহে সেই পরিণতি তাদের ভোগ করতে হবে।"
খামেনির এই বিবৃতি প্রকাশের পরপরই ইসরায়েল সতর্কতা অবলম্বন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে দেশের সব স্কুল-কলেজ-অফিস-আদালত বন্ধ ঘোষণা করেন। ইসরায়েল ইরানে হামলার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, "প্রয়োজন অনুযায়ী দেশের প্রতিরক্ষানীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হবে। আর এই পরিবর্তনের অংশ হিসেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের সব অঞ্চলকে পূর্ণমাত্রার সক্রিয় অবস্থা থেকে প্রয়োজনীয় মাত্রার সক্রিয় অবস্থায় নিয়ে যাওয়া হবে।"