ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলী ও সতর্ক কূটনৈতিক অবস্থান নিয়েছে চীন। তেহরানকে সরাসরি সমর্থন না দিয়ে উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে বেইজিং।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, চীন জাতিসংঘে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানালেও তেহরানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে মাত্র। তবে চীন সরাসরি কোনো সংঘাতে জড়ানোর পথ এড়িয়ে যাচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সংলাপের উপর গুরুত্ব দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, চীন মধ্যপ্রাচ্যে নিজের অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে জ্বালানি আমদানি সুরক্ষিত রাখার চেষ্টা করছে। এ কারণে দেশটি ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও সামরিকভাবে সরাসরি কোনো জোটে যুক্ত হচ্ছে না।
উল্লেখযোগ্যভাবে, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক সম্প্রতি আরও গভীর হয়েছে, বিশেষ করে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) মাধ্যমে। তবে চীন এখনো মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব ধরে রাখতে চাইছে সংঘাত নয়, বরং ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতির মাধ্যমে।