ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩০–এর প্রধান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ প্যাভিলিয়নে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দ্রুত সরে যেতে বাধ্য হন প্রতিনিধিরা। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনার পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় নিয়ে চলমান আলোচনা স্থগিত করা হয়েছে। খবর—বিবিসি।
জাতিসংঘ জানায়, মাত্র ছয় মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আলোচনার ঠিক শেষ মুহূর্তে এ অগ্নিকাণ্ড ঘটে। এখনো আলোচনা বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলেমের পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কারণ এখনো অজানা, তবে তদন্ত শুরু হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কীভাবে কার্যকর অগ্রগতি অর্জন করা যায়, সে বিষয়ে প্রায় ২০০ দেশ সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।