প্রায় এক দশক লেবাননে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি। সোমবার (১০ নভেম্বর) ৯ লাখ ডলারের জামিনে তাকে মুক্তি দিয়েছে দেশটির আদালত, জানিয়েছে বিবিসি।
তবে জামিনে মুক্তি পেলেও আপাতত হানিবালের ওপর বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে জামিনে মুক্তির ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
২০১৫ সালে শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ হওয়ার ঘটনার তথ্য গোপনের অভিযোগে হানিবাল গাদ্দাফিকে আটক করা হয়েছিল। জানা যায়, তাকে প্রথমে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে আনা হয়।
উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ও প্রভাবশালী শিয়া নেতা মুসা আল-সদর ১৯৭৮ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে বৈঠকের জন্য দেশটিতে গেলে রহস্যজনকভাবে নিখোঁজ হন। সেই ঘটনার সূত্রেই হানিবালের বিরুদ্ধে মামলা চলে আসছিল।