মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির দায়ে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক নারীদের মধ্যে রয়েছেন—৭ জন জর্ডানীয়, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান, ১ জন সিরিয়ান।

গত শনিবার (১৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযানে এসব নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ছবি ও পরিচয়সহ খবর স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং আবাসন ও শ্রম খাতের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক ও শ্রম আইন বাস্তবায়ন এবং নেতিবাচক কর্মকাণ্ড রোধে অভিযান আরও জোরদার করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুসারে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের স্পনসরের বিরুদ্ধে নির্বাসনসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি ভিক্ষাবৃত্তি দমনে নতুন পদক্ষেপ হিসেবে গণমাধ্যমে ছবিসহ তথ্য প্রকাশ করা হচ্ছে, যাতে অন্যরা ভয় পেয়ে এমন কাজে জড়াতে না পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কুয়েতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয়, বরং সমাজের জন্যও ক্ষতিকর। তাই আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।