ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলোর সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতি বিরোধিতা জানিয়েছে রাশিয়া। মস্কো জোর দিয়ে বলেছে, কোনো বিদেশি বাহিনী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়।

টিআরটি ওয়ার্ল্ড জানায়, বৃহস্পতিবার ইউক্রেনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ২৬টি পশ্চিমা দেশ সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বার্তায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বিদেশি, বিশেষ করে ইউরোপীয় এবং মার্কিন সামরিক বাহিনীর মাধ্যমে কী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যায়? অব্যশই না, তারা তা করতে পারে না।’

রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “বিদেশি বাহিনী, বিশেষ করে ইউরোপীয় এবং মার্কিন সামরিক শক্তি দিয়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তারা তা করতে পারবে না।” তিনি আরও জানান, মস্কো ও কিয়েভের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের আগে যথেষ্ট প্রস্তুতি প্রয়োজন।

পেসকভ বলেন, “ইউক্রেনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা ইতোমধ্যেই ২০২২ সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ প্রত্যাখ্যান করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্সের নিরাপত্তা গ্যারান্টি গ্রহণ করতে হবে।”

এর আগে, প্যারিসে অনুষ্ঠিত ৩৫ দেশের জোট সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, যুদ্ধের পর ইউক্রেনের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ২৬টি দেশ। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই নিরাপত্তা প্রচেষ্টায় অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত, যদিও কিছু দেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।