সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে সৌদি আরব। একইসঙ্গে ইসরায়েল ও সোমালিল্যান্ডের মধ্যে পারস্পরিক স্বীকৃতির ঘোষণার তীব্র প্রতিবাদ করেছে দেশটি।
শুক্রবার সোমালিল্যান্ডকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরায়েল। এদিন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি চুক্তিও স্বাক্ষর করে উভয় পক্ষ। অঞ্চলটির নেতা একে তাদের প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ার ঐক্যের সঙ্গে সাংঘর্ষিক কোনো সমান্তরাল সত্তা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে রিয়াদ।
সৌদি আরব সোমালি রাষ্ট্রের বৈধ প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি সোমালিয়ার জনগণ ও দেশটির স্থিতিশীলতা রক্ষার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে দেশটি।
১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে সোমালিল্যান্ড। গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে অঞ্চলটির প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহির অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল আন্তর্জাতিক স্বীকৃতি আদায়। দশকের পর দশক ধরে তারা এই স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে।