মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ‘টানাপোড়েনের’ সম্পর্ক আবারও স্বাভাবিক হতে চলেছে বলে ইঙ্গিত মিলছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে মাস্ককে বিশেষ অতিথি হিসেবে স্বাগত জানান ট্রাম্প। অনুষ্ঠানে ব্যবসাবিষয়ক বক্তব্য দিতে গিয়ে টেসলার প্রধানকে তিনবার প্রশংসা করেন তিনি।
ট্রাম্প রসিকতার সুরে বলেন, ইলন, তুমি ভাগ্যবান যে আমি তোমার পাশে আছি। এরপর তিনি জানতে চান, তুমি কি কখনো আমাকে ঠিকভাবে ধন্যবাদ জানিয়েছ?
ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ পর এক্স–এ পোস্ট দিয়ে মাস্ক লিখেন, আমেরিকা ও বিশ্বের উন্নয়নে যা করেছেন তার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে তিনি ট্রাম্প, সৌদি যুবরাজ বিন সালমান এবং এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন।
দায়িত্ব শেষে সমালোচনা, তারপর সম্পর্ক উষ্ণতার ইঙ্গিত
মাস্ক কয়েক মাস যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভার্নমেন্ট এফিশিয়েন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন—জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হলে ট্রাম্প ঘোষণা দেন, মাস্ক আর এই পদে থাকবেন না।
তবে দায়িত্ব ছাড়ার পরই ট্রাম্পের বাজেট পরিকল্পনা—বিশেষ করে ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত বড়সড় ব্যয়প্রস্তাব—নিয়ে কঠোর সমালোচনা করেন মাস্ক।
অস্টিনে সম্ভাব্য ‘রিইউনিয়ন’
নিউইয়র্ক টাইমস জানায়, ডিওজিতে মাস্কের সঙ্গে কাজ করা তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা অস্টিনে একটি বড় পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছেন। সপ্তাহান্তে দুই দিনের এই অনুষ্ঠান হবে এমন একটি বিলাসবহুল হোটেলে, যেখানে মাস্ক প্রায়ই অবস্থান করেন।
ডিওজির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেবেন। সূত্রের তথ্য, মাস্ক নিজেও সেখানে যোগ দিতে পারেন—তবে তাঁর সময়সূচি পরিবর্তিত হতে পারে।
এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প–মাস্ক রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হওয়ার পথে।