মার্কিন বোমারু বিমান শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই ঘটনার পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এই হামলাকে চলমান সংঘাতের ‘ভয়াবহ তীব্রতা বৃদ্ধি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি সতর্ক করেন, বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

গুতেরেস বলেন, “এই মুহূর্তে শান্তি ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে কূটনৈতিক সমাধান।” তিনি সব পক্ষকে সংঘর্ষ পরিহার করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, চলমান উত্তেজনার সূত্রপাত হয় গত ১২ জুন রাত থেকে, যখন ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এক অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ও পরমাণু গবেষণা কেন্দ্রে বিমান হামলা চালায়। এরপর থেকেই ইরান-ইসরায়েল মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এ পর্যন্ত দুই দেশের বহু সামরিক ও বেসামরিক ব্যক্তি হতাহত হলেও এখন পর্যন্ত সংঘাত বন্ধে কোনো কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ দেখা যায়নি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই উত্তেজনা যদি অব্যাহত থাকে তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিরতায় ঠেলে দিতে পারে।