সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে পবিত্র কাবাঘরের গিলাফ ‘কিসওয়া’র একটি অংশ উপহার দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাশার আল-আসাদ সরকারের পতনের প্রথম বার্ষিকীতে পাওয়া এই পবিত্র উপহারটি এখন থেকে দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে।
সোমবার অসংখ্য সমর্থক ও মুসল্লির উপস্থিতিতে প্রেসিডেন্ট আল-শারা এই বিশেষ উপহারের বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে তিনি সৌদি আরব গিয়েছিলেন। সেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি উমরাহও পালন করেন।
নিজের সৌদি আরব সফর প্রসঙ্গে আল-শারা বলেন, ‘উমরাহ পালন শেষে দেশে ফেরার সময় প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমাদের সম্মান জানিয়ে কাবার কিসওয়ার একটি অংশ উপহার দেন।’
তিনি আরও জানান, মক্কা থেকে শাম পর্যন্ত ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই পবিত্র অংশটি উমাইয়া মসজিদে স্থাপন করা হয়েছে। বিজয়ের প্রথম বার্ষিকীর প্রথম প্রহরেই এটি উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্লেষকরা এই উপহারকে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। গত এক বছরে সিরিয়া নতুন সরকারের অধীনে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে এবং আরব বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে।
উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ৫৪ বছরের আসাদ পারিবারিক শাসনের অবসান ঘটে। আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। সোমবার এই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। প্রায় ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে প্রায় ৬৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন, যাদের অনেকেই এখন দেশে ফিরতে শুরু করেছেন।