ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আবারও প্রাণহানি বেড়েছে। গতকাল রোববার (২৯ জুন) একদিনেই অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা, গাজার চিকিৎসা সূত্রের বরাতে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ৪৭ জন গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জেইতুন, সাবরা ও আল-জাওয়িয়া বাজার এলাকায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

আল-জাজিরার গাজা সিটিস্থ সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত জানান, স্থানীয় আল-আহলি হাসপাতালে এখন “বিপর্যয়কর অবস্থা” চলছে। অসংখ্য আহত বেসামরিক মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন, যাদের চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত শয্যা ও সরঞ্জাম নেই। অনেকেই মেঝেতে পড়ে কাতরাচ্ছেন।

এদিকে, খাদ্য সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলার অভিযোগ উঠেছে। গাজার দক্ষিণাঞ্চলের রাফায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে হামলায় অন্তত পাঁচজন নিহত হন। এ সময় সেখানে খাদ্যের জন্য জড়ো হয়েছিলেন অসংখ্য ক্ষুধার্ত মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু।

তবে ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ গত শুক্রবার এক গবেষণার বরাতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রকৃত প্রাণহানি সংখ্যা হতে পারে প্রায় ১ লাখ, যা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ।