ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম Nobitex ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। এতে প্রায় ৯০ মিলিয়ন ডলারের সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেওয়ার দাবি করেছে ‘Predatory Sparrow’ নামের একটি হ্যাকার গ্রুপ। ব্লকচেইন বিশ্লেষণা প্রতিষ্ঠান Elliptic নিশ্চিত করেছে, এই চুরি শুধুমাত্র আর্থিক নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।

‘Predatory Sparrow’ টেলিগ্রাম ও এক্স (পূর্বে টুইটার)-এ একাধিক পোস্টে Nobitex-এর সম্পূর্ণ সোর্স কোড ফাঁস করার কথা জানিয়েছে। এক বার্তায় তারা লিখেছে, “Nobitex-এ থাকা সব সম্পদ এখন পুরোপুরি উন্মুক্ত।” তারা এমনও দাবি করেছে যে, এক্সচেঞ্জটি ইরান সরকারের হয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে সন্ত্রাস অর্থায়নে সহায়তা করে।

Elliptic-এর বিশ্লেষণে জানা গেছে, চুরি করা ডিজিটাল সম্পদ এমন সব ওয়ালেটে স্থানান্তর করা হয়েছে, যেখানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (IRGC) সমালোচনামূলক বার্তা দেওয়া হয়েছে। তাদের মতে, এটি মূলত অর্থনৈতিক ক্ষতির চেয়ে রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা।

এই হামলায় বিটকয়েন, ইথেরিয়াম, ডজকয়েনসহ একাধিক কয়েন ক্ষতিগ্রস্ত হয়েছে। Nobitex কর্তৃপক্ষও ‘অননুমোদিত প্রবেশ’-এর কথা স্বীকার করে বলেছে, তদন্ত চলছে এবং তাদের সকল সার্ভিস বর্তমানে সাময়িকভাবে বন্ধ।

ক্রিপ্টো বিশ্লেষক অ্যান্ড্রু ফায়ারম্যানের মতে, “ইরানে ক্রিপ্টোকারেন্সি এখনও ছোট বাজার হলেও, এই ধরনের হামলা আন্তর্জাতিক নিরাপত্তা ও নিষেধাজ্ঞা বিষয়ক বিতর্কে বড় প্রভাব ফেলবে।”

সূত্র: টাইমস অফ ইসরায়েল