কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক পোস্টে তিনি শান্তির বার্তা দিয়েছেন এবং সামরিক জবাব নয়, বরং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, “অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। ইরানের হামলা দুর্বল ছিল এবং এতে আমাদের কোনো ক্ষতি হয়নি।” তিনি ইরানকে ধন্যবাদ জানান আগেভাগে হামলার আভাস দেওয়ার জন্য এবং বলেন, “আমরা প্রস্তুত ছিলাম, এবং আক্রমণ সফলভাবে প্রতিহত হয়েছে।”

তার মতে, ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ১৩টি ধ্বংস করা হয়েছে এবং একটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এ হামলায় কোনো মার্কিন নাগরিক, কাতারবাসী বা ঘাঁটির বড় ধরনের কোনো সম্পদের ক্ষতি হয়নি।

ট্রাম্প এটিকে একটি ‘ইতিবাচক ইঙ্গিত’ হিসেবে দেখছেন। তার ভাষায়, “তাদের রাগ-ক্ষোভ হয়তো কিছুটা প্রশমিত হয়েছে। আশা করি, ঘৃণার জায়গাটা এবার বদলাবে।”

তিনি কাতারের আমিরকে শান্তির বার্তা প্রচারে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান এবং একইসঙ্গে ইসরায়েলকেও শান্তির পথে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে সোমবার (২৩ জুন) দোহা উপকণ্ঠে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে রয়টার্স।

বিশ্লেষকদের মতে, উত্তেজনার এমন সময়ে ট্রাম্পের শান্তিপূর্ণ অবস্থান কিছুটা স্বস্তিদায়ক হলেও পরিস্থিতি এখনো জটিল ও উদ্বেগজনক।