ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি অত্যন্ত বাস্তব এবং তা আসন্ন—তবে সমাধানের জন্য কূটনৈতিক পথ এখনও উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।
জেনেভায় ইরান, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানদের সঙ্গে বৈঠকে এই বার্তা পৌঁছে দেন তিনি।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র সফর শেষে ল্যামি ওয়াশিংটন থেকে ফিরে এসেই বৈঠকে অংশ নেন। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকারের সঙ্গে বৈঠক করেছিলেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ল্যামি জানান, “সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব হলেও কূটনীতির দরজা এখনও বন্ধ হয়নি।” ইউরোপীয় নেতারা ইরানের পারমাণবিক কর্মসূচির নিন্দা জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই উত্তেজনা কমানো সম্ভব।
বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইসরাইল হামলা চালিয়ে গেলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। তবে ইউরোপীয় প্রতিনিধিরা পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনা জরুরি।
এদিকে, ইসরাইলের চলমান হামলায় ইরানের একজন ড্রোন কমান্ডার নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন, চলতি সপ্তাহেই তিনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ফের আলোচনায় বসবেন।