ভবিষ্যৎ মার্কিন আঘাত মোকাবিলায় গেরিলা-শৈলীর প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা; সারাদেশে সেনা ও অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে - রয়টার্সের খবর

ভেনেজুয়েলা সম্ভাব্য মার্কিন স্থল অভিযান প্রতিরোধের প্রস্তুতি হিসেবে দেশব্যাপী গেরিলা ধরনের সামরিক ব্যবস্থা জোরদার করছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর এক বিবৃতিতে বলা হয়েছে, এ প্রস্তুতির অঙ্গ হিসেবে ‘স্থল, আকাশ, নৌ, নদী ও ক্ষেপণাস্ত্র বাহিনীসহ’ বিভিন্ন ইউনিট মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ, মিলিশিয়া ও স্থানীয় নাগরিক ইউনিটগুলোকেও এই প্রস্তুতির সঙ্গে যুক্ত করা হয়েছে। রয়টার্স এই তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু দিন আগে ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর সম্ভাবনার কথা বলেছেন এবং অঞ্চলের মাদকবিরোধী অভিযানের পর ‘পরবর্তী ধাপ স্থলপথে’ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। পরে তিনি এমন কোনো স্থল অভিযান নেওয়ার ইচ্ছা প্রকাশের দাবি অস্বীকার করেন।

প্রতিবাদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, অনতিবিলম্বে দেশ দূর্নীত ও বহিরাগত হস্তক্ষেপ থেকে বাঁচাতে সকল রকম উদ্যোগ গ্রহণ করবে — এবং নাগরিক ও সামরিক বাহিনী মিলেমিশে যে কোনও আগ্রাসন প্রতিহত করবে।

রয়টার্স উল্লেখ করেছে, ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা ন্যূনতম কিছু সীমাবদ্ধতার সম্মুখীন — কাঁটাতারি বেতন, প্রশিক্ষণের অভাব ও প্রযুক্তিগত সরঞ্জামের ঘাটতি আছে। এসব কারণে কর্তৃপক্ষ গেরিলা ভিত্তিক প্রতিরক্ষা কৌশলকে গুরুত্ব দিচ্ছে, যাতে সীমিত সামরিক সক্ষমতার মধ্যেই অধিকতর নমনীয়তা ও আত্মরক্ষার ব্যবস্থা করা যায়।