গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার পর বেশ কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকারকর্মীকে জোরপূর্বক আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। আটক থাকার সময় তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মালয়েশিয়ার অধিকারকর্মী হাযওয়ানি হেলমি এক বিবৃতিতে জানান, আটক থাকা অবস্থায় আইডিএফ সদস্যরা তাদের সঙ্গে অমানুষিক আচরণ করেছে।
তিনি বলেন, আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন আমরা মানুষ নই। খাবার, পরিষ্কার পানি ও ওষুধ থেকেও বঞ্চিত রাখা হয়েছিল।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মার্কিন অধিকারকর্মী উইন্ডফিল্ড বিয়াভার। ইস্তাম্বুল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, আটক অবস্থায় মানবিকতার ন্যূনতম আচরণও পায়নি ফ্লোটিলার সদস্যরা।
এছাড়া ফ্লোটিলায় অংশগ্রহণকারী বেশ কয়েকজন কর্মী দাবি করেছেন, জলবায়ু আন্দোলনের তরুণ মুখ গ্রেটা থানবার্গকেও আইডিএফ সেনারা শারীরিকভাবে হয়রানি করেছে।
তুর্কি সাংবাদিক ও অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় গণমাধ্যমে জানান, তিনি নিজ চোখে দেখেছেন থানবার্গকে কীভাবে নির্যাতন করা হয়েছে।
তার ভাষায়, তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং ইসরায়েলি পতাকায় জোর করে চুমু খাওয়ানো হয়।
এই ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এ আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে।