সফলভাবে পারমাণবিক শক্তিচালিত বুরেভেসতনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির দাবি, এ ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

আজ রোববার মস্কোর চলমান ইউক্রেন আক্রমণ এবং মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন শীর্ষ বৈঠক নিয়ে অনিশ্চয়তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘোষণা এলো।

সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ক্রেমলিন কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে পুতিন বলেন, ‘সিদ্ধান্তমূলক পরীক্ষা এখন শেষ হয়েছে।’

তিনি ‘রাশিয়ার সশস্ত্র বাহিনীতে এই অস্ত্রকে পরিষেবায় যুক্ত করার জন্য অবকাঠামো প্রস্তুত করার’ নির্দেশ দিয়েছেন।

পুতিন এই ক্ষেপণাস্ত্রটিকে ‘অনন্য সৃষ্টি যা বিশ্বে অন্য কারো কাছে নেই’ বলে অভিহিত করেন এবং যোগ করেন, বুরেভেস্টনিকের ‘অসীম পাল্লা’ রয়েছে।

রাশিয়ার সামরিক চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ বলেন, ২১ অক্টোবরের শেষ পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা ধরে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, তবে এটি অস্ত্রের পাল্লার সর্বোচ্চ সীমা নয়।

তিনি বলেন, ‘বুরেভেস্টনিকের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো এটিকে যেকোনো দূরত্বে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নিশ্চিত নির্ভুলতার সঙ্গে ব্যবহার করার সুযোগ দেয়।’

২০১৮ সালে পুতিন এই ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ঘোষণা করেছিলেন।

সেসময় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুভূত হুমকির মুখে এই ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে।

সাত বছর পর চূড়ান্ত সফল পরীক্ষার এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন রুশ বাহিনী ধীরগতিতে হলেও ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং কঠিন যুদ্ধের মাধ্যমে কিয়েভের প্রতিরক্ষা ভেদ করছে।