যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি অনেক দিক দিয়েই অনন্য। তিনি শহরটির ইতিহাসে ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র, প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হচ্ছেন।
তার নির্বাচনী প্রচারণাকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করা বারাক ওবামার প্রার্থীতার সঙ্গে তুলনা করা হচ্ছে।
কিন্তু মামদানি কি ওবামার পদাঙ্ক অনুসরণ করে হোয়াইট হাউজের জন্য প্রার্থী হতে পারবেন? উত্তর হচ্ছে, না।
যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী একজন ব্যক্তিকে দেশটির প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট হতে হলে তাকে জন্মসূত্রে মার্কিন হতে হবে। কিন্তু মামদানি জন্মসূত্রে মার্কিন নাগরিক নন। আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় তার জন্ম ১৯৯১ সালে।
মামদানির বাবা ও মা দুজনেই ভারতীয় বংশোদ্ভুত। তার বাবা ভারতীয় গুজরাটি মুসলিম ও মা পাঞ্জাবি হিন্দু। মামদানির জন্মের সময় তার মা-বাবা, কেউ মার্কিন নাগরিক ছিলেন না।
মামদানির যখন সাত বছর বয়স তখন তাদের পরিবার যুক্তরাষ্ট্রের চলে আসে। মামদানি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।