আন্তর্জাতিক
ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়ার
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত দুই সপ্তাহ ধরে এ নিয়ে দুই দেশের উত্তপ্ত বাক্য বিনিময়ের সাক্ষি গোটা বিশ্ব। বলা হচ্ছে ইরানের অর্থনীতি ভেঙে ফেলতে এবং তেল রপ্তানি তলানিতে নামিয়ে আনতে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে রাশিয়া।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত দুই সপ্তাহ ধরে এ নিয়ে দুই দেশের উত্তপ্ত বাক্য বিনিময়ের সাক্ষি গোটা বিশ্ব। বলা হচ্ছে ইরানের অর্থনীতি ভেঙে ফেলতে এবং তেল রপ্তানি তলানিতে নামিয়ে আনতে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে রাশিয়া। পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। পরমাণু ইস্যুতে বেইজিংয়ে রাশিয়া, ইরান ও চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেখানেই শুক্রবার ওই আহ্বান জানিয়েছে ক্রেমলিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি সাংবাদিকদের বলেন, এই সমস্যা সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন। বেইজিংও তেহরানের পাশে থাকার অঙ্গীকার করেছে। বলেছে, তারা আশা করে, কম সময়ের মধ্যে ওই আলোচনা নতুন করে শুরু করতে যে তৎপরতার প্রয়োজন, আলোচনার মধ্য দিয়ে দৃঢ় হবে।