সারা বিশ্বের খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ভ্যাটিকানের বরাত দিয়ে একাধিক সংবাদ মাধ্যম এ খবর প্রচার করছে।
সিএনএন, বিবিসি এবং আল জাজিরা সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।
আজ সকালে ভ্যাটিকান ঘোষণা করেছে যে, পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ভ্যাটিকান ক্যামেরেঙ্গো কার্ডিনাল কেভিন ফেরেল সোমবার এক ঘোষণায় বলেন, “আজ সকাল ৭টা ৩৫ মিনিটে, রোমের বিশপ ফ্রান্সিস পিতার বাড়িতে ফিরে আসেন। তাঁর সমগ্র জীবন প্রভু এবং তাঁর চার্চের সেবায় নিবেদিত ছিল।”
“তিনি আমাদের বিশ্বস্ততা, সাহস এবং সর্বজনীন ভালোবাসার সাথে সুসমাচারের মূল্যবোধ মেনে চলতে শিখিয়েছিলেন, বিশেষ করে দরিদ্রতম এবং প্রান্তিকদের জন্য।”
এবিসি নেট জানিয়েছে, ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের জন্য কার্ডিনালদের এখন রোমে ডাকা হবে।
নিউমোনিয়ার সাথে লড়াই করে দীর্ঘ সময় হাসপাতালে থাকার পর তার মৃত্যু হয়।
ভ্যাটিকান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর ঘোষণা দিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে।
ডিএস/এমএএইচ