পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, এই মুহূর্তে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি পাকিস্তানের বিবেচনায় নেই। তবে “ভারত যেভাবে পরিস্থিতি তৈরি করছে, তাতে আমাদের বিকল্পগুলো কমে আসছে।”
ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
খাজা আসিফ বলেন, এই মুহূর্তে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে শুধু আমাদের নয়, যারা বাইরে থেকে দেখছে, তারাও এর প্রভাব থেকে রেহাই পাবে না।
তিনি বলেন, “আমি বিশ্বকে বলছি, এটা শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর ধ্বংস অনেক বিস্তৃত হতে পারে। ”
তিনি আরও বলেন, “ভারত যেভাবে পরিস্থিতি তৈরি করছে, তাতে আমাদের বিকল্পগুলো কমে আসছে। ”
পাকিস্তানের জাতীয় কমান্ড কর্তৃপক্ষের কোনো বৈঠক এখনো ডাকা হয়নি বলে সাক্ষাৎকারে জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
জাতীয় কমান্ড কর্তৃপক্ষ পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে নিয়োজিত।
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের সরকারপক্ষীয় মুখপাত্র মাজহার হুসেন শাহ জানিয়েছেন, গত রাত থেকে শুরু হওয়া ভারতের গোলাবর্ষণে অঞ্চলটির বিভিন্ন এলাকায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের নিচের এক শিশু রয়েছে।
এ ছাড়া আরও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলেও উল্লেখ করেন মাজহার শাহ।