সরকারবিরোধী বিক্ষোভে ইরানজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০৩ জন নিহত হয়েছেন। খবর প্রকাশ করেছে সিএনএন।

এইচআরএএনএর মুখপাত্রের বরাতে জানানো হয়, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী অন্তত ১২ জন রয়েছে। একই সময়ে দেশজুড়ে প্রায় ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আগের তুলনায় নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সিএনএন জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। ইরানে চলমান কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক সরকারি কর্মকর্তা জানান, সাম্প্রতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। চলমান অস্থিরতার পর এটিই ছিল ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমবারের মতো বড় পরিসরে মৃত্যুর সংখ্যা স্বীকার।

ওই কর্মকর্তা দাবি করেন, নিহতদের একটি অংশ সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তারাই পরিস্থিতির জন্য দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।