অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রস্তাবিত দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেলআবিব। তবে যুদ্ধবিরতির শর্ত ভাঙলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভা, প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) প্রধান এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তাকে জানানো হয়, ‘অপারেশন রাইজিং লায়ন’ এর মাধ্যমে ইসরায়েল কৌশলগতভাবে সব লক্ষ্য পূরণ করেছে।

বিবৃতিতে দাবি করা হয়, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি তাৎক্ষণিকভাবে দূর করা হয়েছে। তেহরানের আকাশসীমায় ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, এবং সামরিক ও গোয়েন্দা কাঠামোয় বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে।

এছাড়া, এক সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে ইসরায়েল। একইসঙ্গে শত শত ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্য ও শাসকগোষ্ঠীর উচ্চপদস্থ একাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রতিরক্ষা সহায়তা ও পারমাণবিক হুমকি মোকাবেলায় সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হলে জবাব হবে "দ্রুত, সরাসরি ও কঠোর।"