ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল হামলা চালিয়েছে। বুধবার (১৮ জুন) ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
সংস্থাটির এক সংবাদদাতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এলাকা বিস্ফোরণে কেঁপে উঠে, এবং বিস্ফোরণের পরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।
তেহরানে হামলার পাশাপাশি ইরানের বিভিন্ন শহরেও বুধবার একযোগে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামলায় অন্তত ৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয় বিভিন্ন অস্ত্র তৈরির কারখানা ও সামরিক স্থাপনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, চলমান ইসরায়েলি হামলায় ইরানজুড়ে এ পর্যন্ত ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে উল্লেখ করেছে সংস্থাটি।
ইরানি কর্তৃপক্ষ এখনো হামলায় হতাহতের বিষয়ে নিয়মিত হালনাগাদ দিচ্ছে না। সর্বশেষ সোমবার প্রকাশিত সরকারি তথ্যে নিহতের সংখ্যা দেখানো হয়েছে ২২৪ জন, এবং আহত ১,২৭৭ জন। আন্তর্জাতিক সংস্থাগুলো অভিযোগ করছে, ইরান অতীতেও হতাহতের সংখ্যা কমিয়ে দেখিয়ে আসছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা ইরান-ইসরায়েল উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। বিশেষ করে ইরানের রাজধানীতে হামলা চালানো, এবং বিশ্ববিদ্যালয় ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি—এটি ইসরায়েলের সরাসরি বার্তা বলেই মনে করা হচ্ছে।