ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁকে অনলাইনে হয়রানির অভিযোগে ১০ জনকে দোষী সাব্যস্ত করেছে প্যারিসের একটি আদালত।
সোমবার (৫ জানুয়ারি) এ মামলার শুনানি শুরু হয়।
আদালত জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিজিট ম্যাক্রোঁ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে অপমান ও বুলিং করা হয়েছিল। বিভিন্ন পোস্টে দাবি করা হয়—তিনি নাকি ট্রান্সজেন্ডার এবং পূর্বে পুরুষ ছিলেন। এসব ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্যের কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদালতে বিচার হওয়া অভিযুক্ত আটজন পুরুষ ও দুইজন মহিলার বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ব্রিজিট ম্যাক্রোঁর লিঙ্গ ও যৌনতা নিয়ে কটু মন্তব্য করার অভিযোগ ছিল। এছাড়াও, তারা তার এবং প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁর বয়সের পার্থক্যকে 'পেডোফিলিয়া'র সঙ্গেও তুলনা করেছিল।
সূত্র- সামা