মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন। তবে, তিনি দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করেছেন যে, এই সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "ইরান পারমাণবিক বোমা রাখতে পারে না এবং আমরা আলোচনার টেবিলে ফিরে আসার আশা করছি। আমরা দেখব।"

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, হামলায় একাধিক ইরানি নেতার মৃত্যু হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত হয়েছে। তিনি বলেন, "নেতৃত্বে থাকা বেশ কয়েকজন আর ফিরে আসবেন না।"

তিনি জানান, তার প্রশাসন এই হামলার পূর্বে মধ্যপ্রাচ্যের একজন গুরুত্বপূর্ণ মিত্রের সঙ্গে যোগাযোগ করে তাদেরও অবহিত করেছিল। তবে, তিনি সেই দেশের নাম উল্লেখ করেননি।