চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই ইরানে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ থেকে তাদের আটক করে ইরানের নিরাপত্তা বাহিনী।

শনিবার (২১ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ধৃতদের বিরুদ্ধে শত্রু রাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রবিরোধী অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিনষ্টে সক্রিয় থাকার অভিযোগ আনা হয়েছে।

খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার নয়, বরং সাইবার ও গোয়েন্দা যুদ্ধেও ইরানকে একধাপ এগিয়ে নিল।

প্রসঙ্গত, ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলের দাবি অনুযায়ী তাদের ২৫ নাগরিক নিহত হয়েছে। অপরদিকে, ইরান বলছে, ইসরায়েলি হামলায় তাদের ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছে।

গোটা পরিস্থিতিতে গুপ্তচর গ্রেপ্তারের ঘটনা নতুন উত্তেজনা তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।