রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ইউক্রেনের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে ‘প্রস্তুত’। বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
ল্যাভরভ সাক্ষাৎকারে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটি চুক্তির কথা উল্লেখ করেছেন এবং আমরা একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত, তবে এই চুক্তির কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে যা সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন’।
তিনি বলেন- উভয় পক্ষই যদি রাজি থাকে তবে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব।
এ সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট এটা বিশ্বাস করেন এবং আমরাও মনে করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। তার আগে পৃথক হামলায় অন্তত ৮ জন মারা গেছে।