ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯টি দেশ থেকে আগত অভিবাসীদের দেওয়া সব গ্রিন কার্ড পুনরায় যাচাই করা হবে। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের প্রধান জোসেফ এডলো জানিয়েছেন, প্রেসিডেন্ট তাকে নির্দেশ দিয়েছেন ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা প্রতিটি অভিবাসীর গ্রিন কার্ড কঠোরভাবে, ব্যাপকভাবে এবং গভীরভাবে পুনর্বিবেচনা করতে।
বিবিসির প্রশ্নের উত্তরে সংস্থাটি হোয়াইট হাউসের জুন মাসের এক ঘোষণার দিকে ইঙ্গিত করেছে, যেখানে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া এবং ভেনেজুয়েলার নাম উল্লেখ ছিল।
গত বুধবার ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলা জাতীয় নিরাপত্তার জন্য বড় সমস্যা নির্দেশ করছে। এ ঘটনার পর এডলো এই পুনর্বিবেচনার ঘোষণা দেন। তবে তার বৃহস্পতিবারের সামাজিকমাধ্যম পোস্টে সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তখন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর বিশেষ অভিবাসন নিরাপত্তা কর্মসূচির অধীনে অনেক আফগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল।
গ্রিন কার্ড পুনর্বিবেচনার বিস্তারিত প্রক্রিয়া এখনো প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউসের জুন ঘোষণায় বলা হয়, বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় ও জননিরাপত্তার ঝুঁকির কারণে কিছু দেশের নাগরিকদের প্রবেশ সীমিত করা প্রয়োজন। তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগ এবং ভিসার অতিরিক্ত থাকার হার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কঠোর যাচাইয়ের তালিকায় আরও রয়েছে মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র এবং লিবিয়া।
এর আগে গত সপ্তাহে একই সংস্থা, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় অনুমোদিত সব শরণার্থী পুনরায় পর্যালোচনার ঘোষণা দেয়।
বুধবার যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের সব অভিবাসন আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে। সংস্থাটি জানায়, নিরাপত্তা ও ভেটিং প্রটোকল পুনর্বিবেচনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।