ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হিজবুল্লাহ এখনো টিকে আছে এবং ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে, যদিও বিরোধীরা ভিন্ন চিত্র তুলে ধরতে চায়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গালিবাফ বলেন, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি একসময় বলেছিলেন-শাহ শাসন ছিল ইসরাইল ও আমেরিকার নিয়ন্ত্রণাধীন এক পুতুল সরকার। কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিস্থিতি পাল্টে দেয়।
তিনি বলেন, হিজবুল্লাহ এখনো বেঁচে আছে এবং প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়ে পড়েছে-এমন ধারণা সম্পূর্ণ ভুল। আজ ইসরাইল হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধ শক্তিকে ভয় পাচ্ছে। এসব আন্দোলনকে নিরস্ত্র করার প্রচেষ্টা ব্যর্থ হবে।
এ সময় তিনি ইসলামী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। গালিবাফ আরও বলেন, আব্রাহাম চুক্তির মতো স্বাভাবিকীকরণ পরিকল্পনা কখনোই প্রতিরোধকে থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।