মিসরের গিজা প্রদেশের আস-সাফ শহরে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একসঙ্গে ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
শনিবার স্থানীয় সময় কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে হাফেজদের জন্য তৈরি করা হয় একটি মর্যাদার করিডর, যেখানে দাঁড়িয়ে শত শত মানুষ করতালি ও দোয়ার মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
পুরো অনুষ্ঠান ঘিরে গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আবেগে ভরে ওঠে পুরো এলাকা। হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় কৃতজ্ঞতা ও ঈমানি ভালোবাসার এক মহামিলনে।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই আয়োজনে। অনেক অভিভাবক হাফেজ সন্তানদের বুকভরা গর্ব নিয়ে জড়িয়ে ধরেন এবং আনন্দাশ্রুতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষভাবে, অংশগ্রহণকারী মায়েরা পরেছিলেন প্রতীকী মুকুট, যেখানে লেখা ছিল “الألفية الأولى” (প্রথম হাজার হাফেজ) — যা এই ঐতিহাসিক সাফল্যের প্রতীক হয়ে থাকে।
স্থানীয়দের মতে, এই আয়োজন শুধু কোরআন হাফেজদের সম্মান জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে ধর্মীয় শিক্ষা, শ্রদ্ধা ও ঐক্যের এক অনন্য বার্তা ছড়িয়ে দিয়েছে।
সূত্র : আল জাজিরা মুবাশির