মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে আরও এক ধাপ। ইরান সরাসরি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইকোনোমিক টাইমস। একে শুধুই প্রতিক্রিয়া না বলে ‘লক্ষ্যভেদী বার্তা’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

শনিবার দিবাগত রাত এবং রোববার (১৫ জুন) সন্ধ্যার আগে—ইরান ছুড়ে মারে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইফায় বিস্ফোরণে মারা গেছেন অন্তত চারজন। ইসরায়েলজুড়ে সাইরেন বাজে, সামরিক বাহিনী জারি করে সর্বোচ্চ সতর্কতা।

এই হামলার মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে—নেতানিয়াহু কি এখন ইরানের ‘প্রধান টার্গেট’? নাকি এটা প্রতীকী বার্তা, যে রাজনৈতিক নেতৃত্বও ইরানের পাল্টাঘাত থেকে রেহাই পাবে না?

বিশ্লেষকরা বলছেন, “সাধারণ সেনাঘাঁটি বা পরমাণু প্রকল্প নয়, সরাসরি একটি রাজনৈতিক নেতার বাড়ি টার্গেট করা—এটা কূটনৈতিক হিসাব-নিকাশ বদলে দিতে পারে।”