ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক মহড়া চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির সেন্ট্রাল কমান্ডের বিমান শাখা এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানায়, এই মহড়ার মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্রুত যুদ্ধবিমান মোতায়েন, বিস্তার এবং আক্রমণ পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা হবে।
মহড়ার অন্যতম উদ্দেশ্য হিসেবে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সামরিক সমন্বয় জোরদার করা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক তৎপরতাকে একটি শক্তিশালী ‘আর্মাডা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই বাহিনীর নেতৃত্বে রয়েছে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন।
তবে এখন পর্যন্ত মহড়ার সময়সূচি, স্থান কিংবা এতে ব্যবহৃত সামরিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, এই মহড়ার মাধ্যমে মূলত ইরানের ওপর সামরিক চাপ বাড়ানো এবং শক্তি প্রদর্শনের বার্তা দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।