ইসরায়েলের বিভিন্ন শহরে টানা সাইরেন বাজছে, আর একের পর এক শোনা যাচ্ছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। ইরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে।
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান অন্তত ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কয়েকটি সরাসরি আঘাত হেনেছে আসদোদ, লাচিস এবং জেরুজালেমের উপকণ্ঠে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেমে সাইরেন বাজা মাত্রই ইসরায়েলি সংসদের (নেসেট) সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে সেনাবাহিনীর নিষেধাজ্ঞার কারণে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে সাংবাদিকদের কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। ফলে অনেক গণমাধ্যম এখন প্রতিবেশী জর্ডান থেকে তথ্য সংগ্রহ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৩৫ মিনিট ধরে টানা সাইরেন ও বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী কঠোর সেন্সরশিপ আরোপ করায় বিস্তারিত জানা কঠিন হয়ে পড়েছে।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলা চালায়, যার জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ নামে ২১ দফা পাল্টা হামলা চালিয়েছে ২৩ জুন পর্যন্ত। নিহত হয়েছেন ৪০০-এর বেশি মানুষ, যার মধ্যে রয়েছেন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।
তীব্র উত্তেজনার মধ্যে চলছে এই পাল্টাপাল্টি হামলা, যার ফলে গোটা মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের ঝুঁকিতে পড়েছে।