জাপান সফরের সময় আবারও আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ অক্টোবর) ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীতে অবস্থানরত মার্কিন নৌসেনাদের সামনে বক্তব্য শেষে সংগীতের তালে তালে নাচতে দেখা যায় তাকে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় লাউডস্পিকারে বাজছিল জনপ্রিয় গান ‘সুইট ক্যারোলিন’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’। সেনারা উচ্ছ্বাস প্রকাশ করলে ট্রাম্পও হাসিমুখে তাদের সঙ্গে নাচের ভঙ্গিতে হাত নাড়েন।

এর আগে ট্রাম্পের সঙ্গে ইয়োকোসুকা নৌঘাঁটি পরিদর্শনে যান জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেখানে ট্রাম্প জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের একজন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “যখন যা প্রয়োজন, নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন। যুক্তরাষ্ট্র সবসময় টোকিওর পাশে থাকবে।”

দুই দেশের নেতার মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়। করমর্দনের সময় ট্রাম্প মন্তব্য করেন, “এটা সত্যিই দৃঢ় এক করমর্দন।” পরে আনুষ্ঠানিক আলোচনায় তিনি বলেন, “জাপান আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই— যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।”

প্রধানমন্ত্রী তাকাইচি তার উত্তরে ট্রাম্পের প্রশংসা করে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রায়ই আপনার নেতৃত্ব ও অগ্রসর কূটনীতি নিয়ে কথা বলতেন।”

বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়— একটি জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ ও ধাতু ক্রয় সম্পর্কিত, অন্যটি ফোর্ড এফ-১৫০ ট্রাক আমদানি সংক্রান্ত।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, “এই সহযোগিতা যুক্তরাষ্ট্র-জাপান বন্ধুত্বকে নতুন যুগে নিয়ে যাচ্ছে।”