যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে কড়া সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, ওয়াশিংটন গ্লোবাল সাউথের দেশগুলোর ওপর আধিপত্য বজায় রাখতে ‘নব্য উপনিবেশবাদী’ নীতি অনুসরণ করছে। তার মতে, এ ধরনের শুল্ক আর নিষেধাজ্ঞা ইতিহাসের স্বাভাবিক প্রবাহ বদলাতে পারবে না।
ট্রাম্প সম্প্রতি বিশ্বের বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এর কয়েক দিন পরেই মস্কোর এই প্রতিক্রিয়া আসে। জাখারোভা শুল্কনীতিকে বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর ‘সরাসরি হস্তক্ষেপ’ এবং ‘তাদের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকারচর্চার চেষ্টা’ বলে আখ্যা দেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন দেশগুলোর ওপর ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অর্থনৈতিক চাপ’ প্রয়োগ করছে যারা আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন নীতি অনুসরণ করছে। রাশিয়া এসব দেশের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে ‘সত্যিকারের বহুপাক্ষিক ও সমান’ বৈশ্বিক ব্যবস্থা গঠনে আগ্রহী।
নিষেধাজ্ঞা ও বিধিনিষেধকে বর্তমান সময়ের ‘দুঃখজনক বাস্তবতা’ হিসেবে উল্লেখ করে জাখারোভা বলেন, উদীয়মান বহুমেরু বিশ্ব ব্যবস্থায় প্রভাব হারানো মেনে নিতে পারছে না ওয়াশিংটন।
তার দাবি, কোনো শুল্কযুদ্ধ বা নিষেধাজ্ঞা ইতিহাসের গতিপথ থামাতে পারবে না। গ্লোবাল সাউথের বহু মিত্র দেশ এবং বিশেষত ব্রিকস জোটের সমর্থন রাশিয়ার সঙ্গে রয়েছে। বর্তমানে ব্রিকসে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছাড়াও মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া সদস্য হিসেবে রয়েছে।
জাখারোভা জানান, রাশিয়া অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ প্রতিরোধে কাজ করতে প্রস্তুত।
তথ্যসূত্র: এনডিটিভি