বর্ধিত ব্যয় ও অর্থনৈতিক চাপের কারণে যুক্তরাজ্যে ৬৮টি রেস্তোরাঁ ও ১১টি ডেলিভারি সাইট বন্ধের ঘোষণা দিয়েছে জনপ্রিয় রেস্তোরাঁ ব্র্যান্ড পিৎজা হাট। এতে প্রায় ১,২১০ কর্মী চাকরি হারাবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
পিৎজা হাটের যুক্তরাজ্য শাখার পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিসি লন্ডন পাই লিমিটেড সোমবার এফটিআই কনসাল্টিং-কে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর পরপরই বন্ধের এই সিদ্ধান্ত আসে।
তবে সুখবরও রয়েছে , পিৎজা হাটের মূল মালিক প্রতিষ্ঠান ইয়াম! ব্র্যান্ডস জানিয়েছে, ৬৪টি রেস্তোরাঁ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরও ১,২৭৬ কর্মীর চাকরি আপাতত নিরাপদ থাকছে বলে জানায় বিবিসি।
পিৎজা হাট ইউরোপ ও কানাডার ব্যবস্থাপনা পরিচালক নিকোলাস বার্কিয়ার বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো অতিথিদের অভিজ্ঞতা বজায় রাখা এবং যত বেশি সম্ভব চাকরি রক্ষা করা। এখন আমাদের অগ্রাধিকার হলো রূপান্তরকালীন সময়ে সহকর্মীদের পাশে থাকা এবং ধারাবাহিকতা নিশ্চিত করা।”
যুক্তরাজ্যে পিৎজা হাটের এই সংকট এমন সময়ে এসেছে যখন খাদ্য, জ্বালানি ও শ্রম ব্যয় বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। একই সঙ্গে দেশটির ভোক্তারা অর্থনৈতিক চাপের কারণে বাইরে খাওয়ার অভ্যাসও কমিয়ে দিয়েছেন।
পিৎজা হাটের এক মুখপাত্র বলেন, “আমাদের গ্রাহক ও কর্মীদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৬৪টি শাখায় কার্যক্রম চালু রাখতে পারা আমাদের জন্য ইতিবাচক একটি পদক্ষেপ।”