পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আরও ১৩২ নেতার বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। ২০২৩ সালের ৯ মে সংঘটিত ভাঙচুর ও সহিংসতা মামলায় এই নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে ফেডারেল সরকার অভিযুক্তদের ওপর নজরদারি আরও কঠোর করেছে এবং তাদের নাম ‘ইসিএল’ (এক্সিট কন্ট্রোল লিস্ট)-এ অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
তালিকায় পিটিআই’র প্রতিষ্ঠাতা ইমরান খান, শাহ মাহমুদ কোরেশি, ওমর আয়ুব, ফাওয়াদ চৌধুরী ও শিবলি ফারাজের নাম রয়েছে। এছাড়াও সাবেক খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, শহরিয়ার আফ্রিদি ও উসমান দারকেও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিরিন মাজারি, জরতাজ গুল, মুসারাত চীমা এবং কানওয়াল শউজাব—এই চার নারী নেত্রীর নামও ইসিএলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিষেধাজ্ঞা জারি হয়েছে শেখ রশীদ, তাহির সাদিক, রাজা বাশারাত ও ওয়াসিক কায়িউমের বিদেশ যাত্রায়ও।
সূত্র জানায়, পাঞ্জাব হোম ডিপার্টমেন্ট মোট ১৩২ জনের নাম ইসিএলে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করেছিল।
তথ্যসূত্র: সামা টিভি