স্কটিশ কিংবদন্তি গায়ক রড স্টুয়ার্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর কখনোই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন না। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী এই দুই ব্যক্তির সম্পর্কে রাজনৈতিক মতভেদে চিড় ধরেছে, যা স্পষ্টভাবে উঠে এসেছে স্টুয়ার্টের সাম্প্রতিক মন্তব্যে।
৮০ বছর বয়সী এই গায়ক সম্প্রতি রেডিও টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ট্রাম্পকে তিনি একসময় ‘খুব ভালোভাবে’ চিনতেন এবং ফ্লোরিডার পাম বিচ এলাকায় তাঁদের বাড়ি ছিল কাছাকাছি। স্টুয়ার্ট বলেন, “আমি ওর বাড়িতে গেছি, সমুদ্র তীরে পাশাপাশি থেকেছি, এমনকি ট্রাম্পের ক্রিসমাস পার্টিতেও অংশ নিয়েছি। তখন ওকে একজন ‘ম্যানস ম্যান’ হিসেবে পছন্দ করতাম।”
তবে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় বলে জানান গায়ক। স্টুয়ার্টের ভাষায়, “তিনি এখন আর সেই মানুষ নন যাকে আমি একসময় চিনতাম। নারীদের প্রতি তাঁর আচরণও আমার কাছে গ্রহণযোগ্য নয়।”
পুরনো বন্ধুত্ব কি আবার জোড়া লাগতে পারে? এমন প্রশ্নের উত্তরে স্টুয়ার্ট সাফ জানিয়ে দেন, “না, আর সম্ভব নয়।”
তিনি আরও বলেন, ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান, বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুতে তাঁর বিতর্কিত সিদ্ধান্ত এবং মিত্রদের প্রতি আচরণ—সব মিলিয়ে তিনি আর এই সাবেক প্রেসিডেন্টকে সমর্থন করতে চান না।
রড স্টুয়ার্টের এই মন্তব্য আবারও প্রমাণ করলো, ব্যক্তিগত বন্ধুত্ব রাজনীতির পার্থক্যের সামনে কতটা জটিল হতে পারে।