গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে অন্তত ৭০ জন শিশু মারা গেছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, অপ্রতুল খাদ্যের কারণে শত শত মানুষ এখন মৃত্যুর দ্বারপ্রান্তে, এবং হাসপাতালে প্রতিনিয়ত নতুন রোগী ভর্তি হচ্ছেন যাদের মধ্যে অধিকাংশই মারাত্মক অপুষ্টি ও শারীরিক দুর্বলতায় ভুগছেন।
খান ইউনুসে কুয়েত স্পেশালাইজড ফিল্ড হাসপাতালের পরিচালক সুহাইব আল-হোমস বলেন,
‘এখন ওষুধ নয়, খাবারই সবচেয়ে বড় প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।’
প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্ক এই অবস্থাকে গাজার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলে উল্লেখ করেছে এবং একে ‘সুনির্দিষ্টভাবে প্রয়োগ করা ক্ষুধানীতির ফল’ বলে অভিহিত করেছে।
অন্যদিকে, জাতিসংঘের সাহায্য সংস্থা UNRWA জানায়, ইসরায়েল প্রতিদিন গড় হিসেবে একটি শ্রেণিকক্ষের সমপরিমাণ শিশু হত্যা করছে—যাদের কেউ ঘুমাচ্ছিল, কেউ স্কুলে আশ্রয় নিয়েছিল, কেউবা পানির লাইনে দাঁড়িয়ে ছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৫৮,৭৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৪০,৪৮৫ জন। এর মধ্যে শুধু খাদ্য সহায়তা নিতে গিয়ে ৮৯১ জন নিহত এবং ৫,৭৫৪ জন আহত হয়েছেন।
সূত্র: গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়, UNRWA, স্থানীয় হাসপাতাল ও এনজিও প্রতিবেদন