ভারত–বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ দ্রুত সম্পন্ন করতে পশ্চিমবঙ্গ সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

আদালত জানায়, যেসব জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অর্থ বরাদ্দ করেছে, সেগুলো অবিলম্বে বিএসএফের কাছে হস্তান্তর করতে হবে। দীর্ঘদিন ধরে সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত থাকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে এ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। কেন্দ্রের অভিযোগ, অর্থ বরাদ্দের পরও রাজ্য সরকার জমি হস্তান্তরে অযথা বিলম্ব করছে।

এ বিষয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ গুরুত্বপূর্ণ এই আদেশ দেন। শুনানির সময় প্রধান বিচারপতি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে কেন দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা সামাজিক প্রভাব মূল্যায়নের অজুহাত দেখিয়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত করা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সীমান্তের স্পর্শকাতরতা বিবেচনায় রাজ্য সরকারের এই ধীরগতিকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতোমধ্যে অর্থ প্রদান করেছে। যেসব এলাকায় এখনো মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে অধিগ্রহণ সম্ভব কি না—সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকে হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সূত্র: দ্য টেলিগ্রাফ