মধ্য তুরস্কের কায়সারি শহরে নগর সংস্কারকাজ চলাকালে প্রায় ৯০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক মাদরাসার সন্ধান পাওয়া গেছে। শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণাংশে অবস্থিত মালিক মুহাম্মদ গাজির মাজারসংলগ্ন এলাকায় সংস্কারকাজ করতে গিয়ে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি আবিষ্কৃত হয়।
বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কায়সারির মেয়র মামদুহ বুয়ুককিলিচ বলেন, কায়সারি বহু সভ্যতার ইতিহাস ধারণ করে আছে এবং আনাতোলিয়ায় ইসলামের বিস্তারে শহরটির রয়েছে বিশেষ গুরুত্ব। তিনি জানান, নতুন করে আবিষ্কৃত এই মাদরাসা তুরস্কের ইসলামী ঐতিহ্য ও শিক্ষাব্যবস্থার ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে।
প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় আবিষ্কৃত স্থাপনাটি সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
তিনি বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে অর্থপূর্ণ কাজ করছি। এর চারপাশ যখন উন্মুক্ত করা হলো, আমরা বিস্মিত হলাম। মালিক মুহাম্মদ গাজির মাজারের কাছেই ধর্মীয় স্থাপনার ঐতিহ্যে তৈরি মাদরাসার চিহ্ন যেন আমরা উন্মোচন করলাম।’
দানিশমান্দ বংশীয় শাসক মালিক মুহাম্মদ গাজিকে কায়সারি শহরের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। আনাতোলিয়ায় প্রাথমিক তুর্কি ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি।
কায়সারির মেয়র বলেন, তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন এবং এটি সংস্কারের জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন।