গাজায় টানা বৃষ্টির ফলে তীব্র বন্যা দেখা দিয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্যার পানি ঢুকে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত অসংখ্য তাঁবু প্লাবিত হয়। আরব গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে এ তথ্য জানানো হয়েছে।
রাফাহর ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ভারি বর্ষণের কারণে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সহায়তার জন্য তারা ফোন করে সাহায্য চাইছেন। অনেক পরিবার তীব্র বন্যার কারণে নিজ নিজ তাবুর ভেতরেই আটকা পড়েছে।
ইসরাইলের গণহত্যার কারণে গাজার প্রায় পুরো জনসংখ্যাই এখন বাস্তুচ্যুত। পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
দুই মাস ধরে যুদ্ধবিরতি চললেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণের কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি।