ইউক্রেনে রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুইডেন। দেশটির আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি ২০২৫ সাল কিংবা আগামী ২০২৬ সালের মধ্যেই বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এমন আশঙ্কায় আগেভাগেই খাদ্য মজুতের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার (১৫ অক্টোবর) সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অব এগ্রিকালচার এক বিবৃতিতে জানায়, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা যেকোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। তাই নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি খাদ্য মজুত কর্মসূচি শুরু করছে।

বিবৃতিতে বলা হয়, প্রকল্পটির জন্য সরকার ৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে সারা দেশে একাধিক খাদ্য গুদাম নির্মাণ করা হবে। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে প্রত্যেক নাগরিক যেন প্রতিদিন কমপক্ষে ৩ হাজার ক্যালরির খাদ্য পান- সে লক্ষ্যেই শস্য, শাকসবজি ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হবে।

অন্যদিকে প্রতিবেশী ফিনল্যান্ড জানিয়েছে, যুদ্ধকালীন সময়েও কীভাবে নাগরিক জীবনের স্বাভাবিকতা বজায় রাখা যায়, সে বিষয়ে আগামী মাস থেকে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করবে তাদের সরকার।

এই উদ্যোগগুলোর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, পশ্চিমা বিশ্ব অযথা“রুশবিরোধী ভীতি ছড়াচ্ছে। রুশ সংবাদমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের এক কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো সবসময় রাশিয়াকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করে।

এখন খাদ্য মজুত ও সামরিক প্রস্তুতির বিষয়টিও সেই ভীতির অংশ মাত্র। রাশিয়ার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই।