পবিত্র মহররম মাস উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনী ও সিভিল আর্মড ফোর্স মোতায়েনের অনুমোদন দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জিও নিউজের খবরে বলা হয়েছে, মহররমের প্রথম ১০ দিন, বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেনা মোতায়েন হবে ১৯৯৭ সালের সন্ত্রাস দমন আইনের ৪ ও ৫ ধারার আওতায়।

চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে জানা গেছে, চলতি বছর আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই, রোববার। এ উপলক্ষে সারাদেশেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহররমে আয়োজিত তাজিয়া মিছিল, ধর্মীয় মাহফিল ও সভা নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এদিকে, ঘৃণামূলক বক্তব্য ও ধর্মীয় বিদ্বেষ ঠেকাতে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক পোস্ট পর্যবেক্ষণ, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখাসহ একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত হয়।

সাইবার অপরাধ দমন সংস্থা এনসিসিআইএ জানিয়েছে, ধর্মীয় উসকানিমূলক ও ঘৃণাসূচক পোস্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।