মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, কারণ তারা জানে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তার দাবি— বেইজিং এ বিষয়ে তাকে সরাসরি আশ্বস্ত করেছে।

রোববার (২ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার কর্মকর্তারা স্পষ্ট বলেছেন— ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় তারা কোনো উদ্যোগ নেবেন না, কারণ তারা জানে কী ঘটতে পারে।”

তাকে প্রশ্ন করা হয়, যদি চীন তাইওয়ান আক্রমণ করে, তিনি কি মার্কিন সেনাবাহিনী পাঠিয়ে তাইওয়ানকে রক্ষা করবেন? উত্তরে ট্রাম্প সরাসরি কিছু না বলে বলেন, “যদি এমন কিছু ঘটে, তখনই আপনারা জানবেন। আর শি জিনপিংও জানেন আমার উত্তর কী হবে।”

ট্রাম্প আরও জানান, সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরের সময় শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাতে তাইওয়ান প্রসঙ্গ তোলা হয়নি। তিনি বলেন, “আলোচনায় তিনি (শি) কখনও বিষয়টি উত্থাপন করেননি, কারণ তিনি জানেন বিষয়টি কতটা সংবেদনশীল।”

তবে শি জিনপিং ঠিক কী বোঝেন— সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি ট্রাম্প। তার ভাষায়, “অন্যরা সেটা জানে, কিন্তু আমি এমন মানুষ নই যে সব কিছু প্রকাশ্যে বলে ফেলি।”

উল্লেখ্য, তাইওয়ান প্রশ্ন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের সবচেয়ে বড় অস্থিরতার কারণ। বেইজিং দ্বীপটিকে তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, অন্যদিকে ১৯৪৯ সাল থেকে তাইওয়ান নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে।