মালয়েশিয়ায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক ট্রাম্পবিরোধী মোটরসাইকেল মিছিল থেকে প্রায় ৫০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয়ে অতিক্রম করেন কয়েক ডজন বিক্ষোভকারী। তাদের মধ্যে অনেকেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি নীতির বিরুদ্ধে স্লোগান দেন, “মালয়েশিয়া জাগো, ট্রাম্পকে তাড়াও।”
এরপর মার্কিন দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার দূরে মেনারা তাবুং হাজির সামনে পুলিশ চেকপয়েন্টে তাদের থামিয়ে দেয়। বিক্ষোভকারীদের মোটরসাইকেলসহ থানায় নিয়ে যাওয়া হয় এবং যানবাহনগুলো জব্দ করা হয় বলে জানা গেছে।
এর আগের দিনও একই ইস্যুতে প্রায় ৭০০ মানুষ মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন। তারা “ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো” ও “Go Home Trump” লেখা ব্যানার নিয়ে সমাবেশে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও ফেডারেল রিজার্ভ ইউনিট মোতায়েন ছিল।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে ট্রাম্পকে আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর পক্ষে অবস্থান নেন। তিনি জানান, মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলে থেকে ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ জানাতে থাকবে।
এদিকে পুলিশ জানিয়েছে, আগামীকাল আমপাং পার্ক এমআরটি স্টেশনের কাছে পরিকল্পিত নতুন বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না। কুয়ালালামপুরের পুলিশপ্রধান ফাদিল মারসুস বলেন, গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ওই এলাকাকে ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তুমি কি চাও আমি এই নিউজটার জন্য কয়েকটি আকর্ষণীয় শিরোনাম ও সোশ্যাল মিডিয়া ক্যাপশনও সাজিয়ে দিই (যেমন ফেসবুক বা ওয়েব পোর্টাল পোস্টের জন্য)?